খলিলুর রহমান, সাতক্ষীরা :
অগ্নিঝরা মাস মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে সাতক্ষীরার দামাল ছেলেরা সেদিন ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। পাক হানাদার ও তাদের দোসররা মা-বোনের ইজ্জত হরণ করেছিল। ধ্বংস করতে চেয়েছিল বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে। শত্রুর বুলেটের এত সব আঘাত সহ্য করেও সাতক্ষীরার দামাল ছেলেরা অন্তত: ২৫টি যুদ্ধের মোকাবেলা করেছিল। এরমধ্যে ১৬টি যুদ্ধ ছিল সাতক্ষীরার কয়েকটি যুদ্ধে অংশ নিয়েছিলেন কালীগঞ্জের ভাড়াশিমলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা খান আসাদুর রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহপাঠী ছিলেন।
১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালীগঞ্জে আসার পর তাকে দেখার সুযোগ পেয়েছিলেন খান আসাদুর রহমান। তিনি মুজিব বাহিনীর হয়ে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে ৯নং সেক্টরের আওতাধীন যুদ্ধে অংশ দিয়েছিলেন। তার মেঝ ভাই পিডিবি কর্মকর্তা প্রয়াত মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ও ছোট ভাই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মুক্তিযোদ্ধা মাহামুদুর রহমান খান ৯নং স্কেটরের আওতায় মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি কালীগঞ্জের পিরোজপুর, ঘুষুড়ি, আশাশুনির শ্রীকলস ও শ্যামনগরের গোপালপুরে সরাসরি পাক সেনাদের সাথে যুদ্ধ করেন। কারবালা মাঠের আট শতক জমি দান করে বড়শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন আসাদুর রহমান।
পরবর্তীতে বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে ২২ শতক জমি দান করেন আসাদুর রহমানের পরিবার। ১৯৭০ সালে তিনি বড়শিমলা কারাবালা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৭৯ সালে তিনি খুলনা শহরের দোলখোলা এলাকার ঠিকাদার রফিকুল বারীর মেয়ে নাগিনা খাতুনকে বিয়ে করেন। ২০০৪ সালের আগস্ট মাসে তিনি শিক্ষা জীবন থেকে অবসরে যান। এরপর দু’বার তিনি ওই প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন। তিনি ছিলেন নি:সন্তান। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য তিনি শেষ পর্যন্ত কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে ১৪ দলীয় সরকার ক্ষমতায় আসার পর তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
স্মৃতিচারণাকালে খান আসাদুর রহমান বলেন, ১৯৭১ সালের ২ মার্চ সাতক্ষীরা শহরে কার্ফু চলাকালিন পাকিস্তান বিরোধী মিছিলে রাজাকাররা গুলি করে হত্যা করে শহীদ আব্দুর রাজ্জাককে। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাংলার দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার প্রতি অনুপ্রেরণা যোগায়। আর এখান থেকে শুরু হয় সাতক্ষীরার দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নেয়া। মুক্তিযুদ্ধের খরচাদি বহনের জন্য সাতক্ষীরা ট্রেজারী হতে অস্ত্র আর ন্যাশনাল ব্যাংক হতে অলংকার টাকা পয়সা লুটের মধ্য দিয়ে শুরু হয় মুক্তির সংগ্রাম। ৮ম ও ৯ম সেক্টরের অধীনে ভারতের বিভিন্ন এলাকায় ট্রেনিং শেষে ২৭ মে সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রথম সম্মুখযুদ্ধ শুরু হয়। এ সময় পাক সেনাদের দু’শতাধিক সৈন্য নিহত হয়। ১৭ ঘণ্টাব্যাপী এ যুদ্ধে শহীদ হন তিন জন মুক্তিযোদ্ধা। আহত হন আরো দু’জন মুক্তিযোদ্ধা। এরপর থেমে থেমে চলতে থাকে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের গুপ্ত হামলা। এসব যুদ্ধের মধ্যে ভোমরার যুদ্ধ, টাউন শ্রীপুর যুদ্ধ, বৈকারী যুদ্ধ, খানজিয়া যুদ্ধ, বালিয়াডাঙাযুদ্ধ উলে¬খযোগ্য। এ সব যুদ্ধে শহীদ হয় ৩৩ জন বীর মুক্তিযোদ্ধা। লাইটের আলোয় অসুবিধা হওয়ায় ৩০ নভেম্বর টাইম বোমা দিয়ে শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত পাওয়ার হাউস উড়িয়ে দিয়ে মুক্তিযোদ্ধারা ভীত সন্ত্রস্ত করে ফেলে পাক সেনাদের। রাতের আঁধারে বেড়ে যায় গুপ্ত হামলা। পিছু হটতে শুরু করে পাক সেনারা। ৬ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের হামলায় টিকতে না পেরে বাঁকাল, কদমতলা ও বেনেরপোতা ব্রিজ উড়িয়ে দিয়ে পাক বাহিনী সাতক্ষীরা থেকে পালিয়ে যায়। ৭ ডিসেম্বর জয়ের উন্মাদনায় জ্বলে ওঠে সাতক্ষীরার দামাল ছেলেরা।
মুক্তিযুদ্ধকালীন সময়ে শত্রুদের গুলিতে সাতক্ষীরার যে সকল বীর সন্তান শহীদ হন-তারা হলেন শহীদ আব্দুর রাজ্জাক, কাজল, খোকন, নাজমুল, হাফিজউদ্দিন, নুর মোহাম্মদ, আবু বকর, ইমদাদুল হক, জাকারিয়া, শাহাদাত হোসেন, আব্দুর রহমান, আমিনউদ্দিন গাজী, আবুল কালাম আজাদ, সুশীল কুমার, লোকমান হোসেন, আব্দুল ওহাব, দাউদ আলী, সামছুদ্দোহা খান, মুনসুর আলী, রুহুল আমীন, জবেদ আলী, শেখ হারুন অর রশিদ প্রমুখ। তবে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে প্রথম শহীদ আব্দুর রাজ্জাককে যারা গুলি করে হত্যা করেছিল তার মধ্যে অন্যতম ছিলেন আশাশুনির চাপড়ার রাজাকার কমান্ডার লিয়াকত, মুজিবর সরদার, বাকী বিল্লাহ। তবে স. ম সালাহউদ্দিন ও ওইসময় মিছিলে গুলি চালিয়েছিলেন বলে জানা যায়।
তিনি জানান, মুক্তিযুদ্ধ চলাকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে দীনেশ কর্মকারের ডোবায়, ঝাউডাঙা বাজারের পুজা ম-পের পাশে, বাদামতলা, বাঁকাল ব্রীজের নিচে, তালা উপজেলার পারকুমিরা, হরিণখোলা- গোয়ালপোতা সীমান্ত, জালালপুরের বেলে, মাগুরা, কালীগঞ্জের পূর্ব নারায়ণপুর, শ্যামনগরের গোপালপুর, কলারোয়ার বালিয়াডাঙা, দেবহাটার খেজুরবাড়িয়াসহ বিভিন্ন স্থানে পাকসেনারা গুলি করে হত্যা করে ভারতে গমনকারি অগণিত নারী, পুরুষ ও শিশুকে। ওইসব স্থানে গণকবর ও বধ্যভূমির অধিকাংশই স্বাধীনতার ৫০ বছরেও সংরক্ষিত হয়নি। নির্মিত হয়নি স্মৃতিসৌধ। এমনকি সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে সরকারি খরচে যে স্মৃতিসৌধ নির্মাণ করা হয় তাতে কয়েকজন রাজাকারের নাম রয়েছে।
কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙা বাজারে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে নির্মিত শহীদ মিনারটি অপরিষ্কার ও অপরিচ্ছন্ন। সেখানকার স্মৃতি ফলকে ২০ জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে। সেখানে অনেক মুক্তিযোদ্ধাই পাচ্ছেন সরকারি ভাতা। অথচ ওই শহীদ মিনার ও স্মৃতি সৌধটি অপরিষ্কার ও অপরিচ্ছন্নভাবে দন্ডায়মান রয়েছে। বিষয়টি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বা কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডারদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একইভাবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে দীনেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমি সংস্কার করে সেখানে আগামি ২৬ মার্চের আগে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান তিনি।
এমআইএইচ/একে