পঞ্চগড় প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগ পঞ্চগড় জেলা শাখার সম্মেলন ২০ মার্চ অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। পঞ্চগড় চিনিকল মাঠে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।
রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, সম্মেলন সম্পন্ন করতে আটটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলাররা কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে একটি শক্তিশালী কমিটি উপহার দিবে।
সম্মেলনকে গোটা শহরে বিরাজ করছে উৎসব আমেজ। ব্যানার ফেষ্টুন দিয়ে গোটা শহরকে সাজানো হয়েছে, ভরে গেছে রাস্তার দুপাশ ব্যানার আর ফেষ্টুন দিয়ে। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও সদর আসনের সংসদ সদস্য সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রী, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।
সম্মেলনে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাট।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শরীফ, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এডভোকেট সফুরা বেগম রুমি, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এডভোকেট হুসনে আরা ল্যুফা ডালিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আবদুল আউয়াল শামীম পঞ্চগড় সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান। এছাড়াও জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তাদের মাঝে প্রান চাঞ্চল্য ফিরে এসেছে। যেসব নেতাকর্মীদের ইতিপূর্বে দলীয় কার্যালয়ে লক্ষ্য করা যায়নি তারাও এখন দলীয় কার্যালয়ে আসছেন। পদ পদবি পেতে এবং জেলা কমিতে জায়গা করে নিতে লবিং শুরু করে দিয়েছেন। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান করছেন।
এবারের সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে যারা প্রার্থী হয়েছেন তারা হলেন বর্তমান সভাপতি, রেলপথ মন্ত্রী, সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, জেলা পরিষদের সাবেক প্রশাসক এডভোকেট আবু বক্কর সিদ্দিক আবু, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান.এবং পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়াবুর রহমান।
সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের সাবেক জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক, সাবেক ত্রান ও পূর্নবাসন সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল।
তবে পদ প্রত্যাশীদের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা কমিটির একাধিক সদস্য। এবারের সম্মেলনে জেলা কমিটির সদস্য, উপজেলা কমিটির সদস্য, পৌরসভার কমিটির সদস্যদের থেকে নির্বাচিত করে ডেলিগেটের তালিকা তৈরি করা হবে। তালিকাকৃত ডেলিকেটরাই তাদের মূল্যবান ভোট দিয়ে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। তবে যদি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকে তাহলে কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি শীর্ষ নেতৃত্ব সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করবেন। শেষ অবধি কি হয় ২০ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য বিগত জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে রবি মাহমুদ ও সাধারন সম্পাদক পদে মজাহারুল হক প্রধান পরাজিত হন।
এমআইএইচ/একে