এস.এম.বিপু রায়হান , সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম জোটের ডাকা আধা বেলার হরতালে কোন প্রভাব পড়েনি সিরাজগঞ্জে। সোমবার (২৮ মার্চ) সকাল থেকেই যানবাহন চলাচল, দোকানপাট খোলাসহ সকল কার্যক্রম স্বাভাবিক দেখা গেছে।
তবে সকালে স্বল্পসংখ্যক কর্মীর একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে বাজার স্টেশনে সমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জের আহবায়ক নব কুমার কর্মকার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।
এদিকে হরতাল চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
বাসদ সিরাজগঞ্জের আহ্বায়ক নব কুমার কর্মকার বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। কোনো যানবাহন জোর করে আটকাচ্ছি না। আমাদের ডাকা হরতালে শ্রমজীবী মানুষদেরও সমর্থন আছে।
তিনি বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধসহ জনগণের দাবি না মানে তাহলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, হরতালের কোনো প্রভাব সিরাজগঞ্জে পড়েনি। সবকিছু স্বাভাবিক অবস্থায় চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।