মাসুম বিল্লাহ, বগুড়া প্রতিনিধি :
প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করা হবে। “ধর্ষণ, নির্যাতন কিংবা অপরাধের শিকার নারীরা নিঃসংকোচে দেশের প্রতিটি থানায় স্থাপিত নতুন সার্ভিস ডেস্কে কর্মরত নারী পুলিশকে ঘটনা সম্পর্কে অবহিত করতে পারবেন।
ডেস্ক পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের (উপ-পরিদর্শক) নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে।
এমনটা জানালেন বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুরে রোববার (১০ এপ্রিল) সকালে শেরপুর থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য একটি গৃহ নির্মাণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ভার্চুয়ালি যুক্ত থেকে শেরপুর থানায় উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গেলাম ফারুক, সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম প্রমুখ।