তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন বাঘমারা গুপের ঝুকিপূর্ণ বাঁধ রক্ষার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন ম্রীপুর দঃ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আলী আহমেদ মুরাদ।
আজ (০৯এপ্রিল)শনিবার দুপুরে উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন বাঘমারা গুপের বাধ ধসে পড়ে, বাধ ধসে পড়ার খবর শুনে বাধ রক্ষার জন্য ছুটেযান চেযারম্যান আলী আহমেদ মুরাদ, তিনি গ্রামের কৃষকদের বাধ রক্ষার জন্য অনুরুধ করে বাধে নিযে আসেন, দিন রাত ঝুকিপূর্ণ বাঁধটিতে কাজ করছেন গ্রামের কৃষকরা।বাধটি সরেজমিন পরিদর্শন করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আলাউদ্দিন,
জানাযায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের অন্তর্ভুক্ত টাঙ্গুয়ার হাওর ওয়াচ-টাওয়ার সংলগ্ন বাঘমারা গুপের ফসলরক্ষা বাঁধটি চরম ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।টাঙ্গুয়ার হাওরের নজরখালী বাঁধ ভেঙ্গে হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় গত চার-পাঁচ দিন পূর্বে টাঙ্গুয়ার হাওর ওয়াচ-টাওয়ার সংলগ্ন ২৩ ও ২৫ নং পি,আই,সি’র দুটি বাঁধের একাধিক স্থানে ফাটল ধরে ধসে পড়ে যায়।এতে হুমকিতে রয়েছে ১০-১২টি গ্রামের কৃষকের একমাত্র বোর ফসল।
শ্রীপুর দঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলী আহমেদ মুরাদ বলেন বাঁধ দসে যাওয়ার খবর শুনে গ্রামের কৃষকদের সাথে নিয়ে বাঁধটি রক্ষার জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ আমাদের সহায় হউন, সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির আমাদের সাথে থেকে কৃষকদের উৎসাহ প্রদান করছেন,এবং রাত জেগে বাধে বাধে পরিদর্শন করছেন, যেখানেই বাধের খারাপ খবর আসে সেখানেই ছুটে যাচ্ছেন।