রাজনীতি সারাদেশে

পুঠিয়া দুর্গাপুরের জামায়াতে ইসলামী প্রার্থী নুরুজ্জামান লিটনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি: মোঃমিজানুর রহমান পুঠিয়া উপজেলা সদরে জামায়াতের ব্যাপক গণসংযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে আজ বুধবার বিকাল ৫ ঘটিকায় রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে পৌর জামায়াতের উদ্যোগে ব্যাপক গণসংযোগ করা হয়েছে। গণসংযোগে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। গণসংযোগ কর্মসূচিতে ব্যবসায়ী, পথচারী, ভ্যান চালক, অটো চালক, ভিন্ন ধর্মাম্বলি, সাধারণ নারী- পুরুষ, যুবক, বৃদ্ধ ও ফুটপাতের দোকানীদের সাথে ব্যাপক গণসংযোগ করা হয়। জামায়াত ইসলামীর দাওয়াতি কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। গণসংযোগ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মনসুরুল হক মন্টু,নায়েবে আমীর ইউসুফ আলী মির্জা, উপজেলা সহকারী সেক্রেটারি যথাক্রমে অধ্যক্ষ আব্দুল মান্নান ও মাওলানা আব্দুর রাকিব, পুঠিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, পুঠিয়া পৌরসভা জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী আহাদ আলী মন্টু, জিউপাড়া ইউনিয়ন চেয়ারম্যান রুহুল আমিন,জামায়াত নেতা আব্দুল মজিদ, আশরাফুল ইসলাম প্রমূখ।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *