মোঃ হামিদুল ইসলাম, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে বাস মিনি বাস শ্রমিক ইউনিয়ন রাজারহাট উপকুমিটি সহ নির্মান শ্রমিক ইউনিয়ন ও বাসদ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও ছ মিল শ্রমিক সহ অন্যান্য শ্রমিক সংগঠন গুলো পৃথক পৃথক ভাবে ১লা মে/২০২২ইং (রবিবার) সকাল ১১ টায় স্ব স্ব কার্যালয় থেকে র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিজ নিজ কার্যালয়ে এসে শেষ হয়।
উক্ত নির্মান শ্রমিক ইউনিয়নে বর্নাঢ্য র্যলীতে উপস্হিত ছিলেন রিপন পাভেজ কমলাকান্ত তাহেরুল জবির উদ্দিন আশরাফ প্রমুখ
১৮৮৬ সালে ১লা মে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেট নামক স্থানে আট ঘন্টা শ্রমের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ দেয় শ্রমিকরা সেই থেকে সারা বিশ্বে পহেলা মে শ্রমিক দিবস পালিত হচ্ছে আজকে এই দিনে সেই সব বীর শ্রমিকদের জন্য যাদের গামেস শ্রমিক বিকশিত হয়েছিল তাদের জন্য বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা হিসেবে যুগে যুগে পালন করা হয়।
প্রতিটি শ্রমিক সংগঠনের সভাপতি/সম্পাদক থেকে একটি বর্নঢ্য র্যালী ও কর্মসুচিতে অংশগ্রহন করেন।
রানীশংকৈলে যথাযথ মর্যদায় পৃথক পৃর্থক ভাবে সাড়াদেশের ন্যায় আন্তর্জাতিক মহান ১লা মে দিবস পালিত হয়েছে।