স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
খুলনার দাকোপে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল আয়োজিত লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ ৮ মে রবিবার সকাল ১০ টার দিকে জলবায়ু পরিবর্তন,অভিবাসন,দুর্যোগ ঝুঁকি হ্রাস,স্মার্ট সিটি ইত্যাদি বিষয়ে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অংশ গ্রহন করেন প্রকল্প এলাকার ঝুকিপুর্ণ জনগোষ্ঠী, দুর্যোগ ব্যাবস্হাপনা কমিটির সদস্য,স্হানীয় সরকার প্রতিনিধি ও মিডিয়া প্রতিনিধি বৃন্দ।
লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ এর সভাপতিত্বে উপস্হিত ছিলেন, কারিতাস দুর্যোগ ব্যবস্হাপণা কর্মসুচি কর্মকর্তা খুলনা অঞ্চল তাপস সরকার, প্রকল্প সমন্বয়কারী আইডি আর আর খুলনা অঞ্চল প্রবিত্র কুমার মন্ডল, মাঠ কর্মকর্তা আরডি আর আর খুলনা অঞ্চল মোঃ মিজানুর রহমান খান।
উপস্হিত ছিলেন বানীশন্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব কুমার রায় লাউডোব ইউনিয়ন পরিষদের, প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল,ইউপি সদস্য বিভাস পাইক ইউপি সদস্য,শাহনাজ পারভিন, ইউপি সদস্য,লিপি মন্ডল, প্যানেল চেয়ারম্যান এনায়েত আলী,সহ গন মাধ্যম কর্মিরা। আয়োজনে ইন্টিগ্রেটেড ডি আর আর প্রকল্প,আর্থিক সহায়তায় কারিতাস জার্মান।