অপরাধ প্রশাসন সারাদেশে

কোম্পানিগঞ্জে ভাইয়ের হত্যাকারী ভাই ,পুলিশের হাতে আটক

কোম্পানীগঞ্জ (সিলেট)প্রতিনিধি কোম্পানিগঞ্জ থানার বিশেষ অভিযানে উপজেলার ইসাকলস ইউনিয়ন বাগজুর এলাকা হতে রুবেল আহমদ এহিয়া(২৫) হত্যাকারী আপন বড় ভাই জাকারিয়া (৪০)কে আটক করেছে কোম্পানীগঞ্জ পুলিশ এ সময় তার কাছ থেকে হত্যা করা অস্ত্র (কাঁচি) উদ্ধার করা হয় উল্লেখ্য সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই রুবেল আহমেদ এহিয়া (২৫) খুন হয়েছেন নিহত রুহেল আহমেদ একই গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়. সোমবার (২৮ এপ্রিল) সকালবেলা পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া ক্যাচি দিয়ে রুবেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন,এতে তিনি গুরুতর আহত হন. স্থানীয়রা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয় নিহত রুবেল আহমেদ সৌদি আরব প্রবাসী ছিলেন পাঁচ বছর প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরে আট মাস আগে তিনি বিয়ে করেন এরপর পুনরায় তিন মাসের ছুটিতে দেশে আসেন,আগামী ৪ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল অভিযান বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত সুজন কর্মকার জানান গত (২৮ এপ্রিল) থেকে রুবেল হত্যাকারী আপন ভাই জাকারিয়া কে ধরতে পুলিশ তৎপর ছিল গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা এসআই মোশারশ সহ বিশেষ অভিযানে তাকে আটক করতে কম হয় এবং হত্যায় হাতে থাকা কাঁচি উদ্ধার করা হয়।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *