গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. রহমত আলী:
নাটোরের গুরুদাসপুরে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে স্থায়ী শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে ওই সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফেরদৌস মামুন, উপজেলা সমাজসেবা
কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সাংবাদিক আলী আক্কাস প্রমুখ বক্তব্য রাখেন।
পরিসংখ্যান অফিস জানায়, সারাদেশের ন্যায় গুরুদাসপুরেও ১৫ থেকে ২১ জুন জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চলবে। শুমারিতে ৫৫৪ জন গণনাকারী, ৯৩ জন সুপারভাইজার, ৬ জন জোনাল অফিসার ও ১ জন উপজেলা সমন্বয়কারী পর্যায়ক্রমে মনিটরিং
করবেন।