নিজস্ব প্রতিবেদকঃ
মানুষ মানুষের জন্য সাহায্য সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে তাহেরপুরের যুবদল নেতা এস এম আরিফুল ইসলাম আরিফে’র নিজ উদ্যোগে অসহায় বৃদ্ধার ঘরে বিদ্যুৎ ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।
২৪ মে রোজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় রাজশাহী বাগমারা উপজেলা’ ভবানীগঞ্জ পৌরসভা’র নাজিরপুর গ্রামের অসহায় স্বামী হারা রেজিয়া বেওয়া বিদ্যুৎহীন ও বৈদ্যুতিক ফ্যান ছাড়া বসবাস করতেন ৬০ বছর ধরে । তার দুরদশা দেখে এগিয়ে আসেন তাহেরপুর পৌর যুবনেতা আরিফুল ইসলাম।নিজ উদ্যোগে ও মানুষ মানুষের জন্য সাহায্য সংস্থা র মাধ্যমে বিদ্যুৎ ও ফ্যানের সুব্যবস্থা করেন।
অসহায় বৃদ্ধা রেজিয়া বেওয়া( ৮০) জানান,জীবনের প্রথমবার ঘরে আলো পানু সেই সাথে ফ্যান পানু বাবা আল্লাহ তোমারেক ভালো আকুক।
যুবনেতা আরিফ ভাই জানান, আমি গরীবের ঘরে জন্ম নিয়েছি, গরীব হওয়ার কষ্ট কি সেটা আমি জানি, আমি যতদিন বাঁচবো আল্লাহর রহমতে সাধ্য মত গরীব অসহায়দের পাশে থেকে কাজ করে যাবো।তিনি সমাজের বিত্তবানদের প্রতি গরীবদের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।