নাটোর সংবাদদাতা মোঃ বিপ্লব তালুকদারঃ আজ ২৫ জুন রবিবার নলডাঙ্গা উপজেলা প্রশাসনিক কর্তৃক আয়োজিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে লৌহজং, মুন্সিগঞ্জের সাথে শরিয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু হতে যাচ্ছে এর ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু। পদ্মা সেতু আমাদের জন্য বড় একটি পাওয়া।
উক্ত আলোচনা সভায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন। নলডাঙ্গা থানা ইনচার্জ শফিকুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, শিরিন আক্তার,সহকারী কমিশনার (ভূমি )সুমা খাতুন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, উপজেলা কৃষি কর্মকর্তা ফোজিয়া ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা খাতুন,স্থানীয় মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধিও সাংবাদিকবৃন্দ।