আমিরুল ইসলাম রাশেদ, পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় মৎস্য দপ্তরের বিশেষ অভিযানে ২.২৫ লক্ষ চিংড়ি রেণু নদীতে অবমুক্ত করা হয়। এই সময় বেহুন্দি জাল ১৫ টি যার মূল্য প্রায় ( ৪.৫ লক্ষ টাকা ), চিংডি পোনার বড় জাল ১০ টি, বড় ডেকচি ১০ টি, গাবলা ২১ টি জব্দ করা হয়। এই সময় ডকের মালিক পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক ও জরিমানা করা যায় নি।
২৭ জুন সোমবার দুপুর আড়াই টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের পেকুয়া- কুতুবদিয়া চ্যানেল পাশে মকসুদের মালিকানাধীন ডক ও বদিউল আলমের মালিকানাধীন ডকে এই অভিযান পরিচালনা করা হয়। কুতুবদিয়া কোস্টগার্ড কন্টিজেন্ট সহযোগিতায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আনোয়ারুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের জব্দকৃত নৌযানের মালিক সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আনোয়ারুল আমিন বলেন, বিধিনিষেধ অমান্য করে চিংড়ি রেণু আহরণ এবং ব্যবসার সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষার্থে সবার সহযোগিতা কামনা করছি।