এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩নং দামোদর পুর ইউনিয়নের মধ্যভাঙ্গামোড় গ্রামে একই সঙ্গে জন্ম নেয়া তিন কন্যা ও প্রসূতি রুমা বেগম (৩০) এর দায়িত্ব নিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। একই সঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ায় নবজাতকরা সুস্থ থাকলেও অসুস্থ হয়ে পড়েছেন প্রসূতি মা। ফেসবুক ও ইলেকট্রিক মিডিয়ায় এমন সংবাদ দেখে তৎক্ষনাৎ ফলমূল, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন শতাধিক পাগলকে আলোর পথ দেখানো কর্ণধার গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম। সেই সাথে যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়। সোমবার (২৭ জুন) সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্যভাঙ্গামোড় (টুবরিপাড়া) গ্রামের নিজ বাড়িতে শিশুদের জন্ম দেন ওই গৃহবধূ।
ফলমূল, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ নিয়ে উপস্থিত হয়েছে পুলিশ সুপারের প্রতিনিধি দলের প্রধান টিআই এডমিন নুর আলম সিদ্দিক। টিআই নুর আলম সিদ্দিক বলেন- স্যার একই সঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দেওয়ায় এবং প্রসূতি মা অসুস্থতার সংবাদ পেয়ে দ্রুত খাদ্য সামগ্রী, ফলমূল ও নগদ অর্থ নিয়ে পাঠিয়েছে। এরপরও সুচিকিৎসার জন্য আরো সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
রুমার স্বামী হতদরিদ্র মানুষ। ওইসময় হঠাৎ করে রুমার প্রসব বেদনা ওঠে। টাকার অভাবে তাদের কোন পুর্ব প্রস্তুতি ছিল না। এমনি একপর্যায়ে নিজ বাড়িতে স্বাভাবিক প্রসবে পরপর তিনটি মেয়ে সন্তান ভূমিষ্ট হয়।
রুমা বেগমের স্বামী আসাদুল ইসলাম জানান, আগের দুইটি সন্তান রয়েছে তাদের। সদ্য ভূমিষ্ট তিন বাচ্চা সুস্থ রয়েছে। এখনো সন্তানদের নাম রাখা হয়নি। তবে প্রসূতি মা অনেকটাই অসুস্থ। এখন টাকার অভাবে চিকিৎসেবা দিতে পারছিনা।
এসময় উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মশিউর রহমান, দামোদর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, এস আই রাজু ইসলাম,এসআই ইউসুফ, ট্রাফিক আসিফ, সাংবাদিক কায়ছার প্লাবন, আমিনুর রহমান, মাহিন প্রমুখ। একই সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দেওয়ার সংবাদ শুনে হাজারো মানুষের ঢল নামে আসাদুলের বাসায়।