জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বাটইশাইল গ্রামের কৃতিসন্তান লন্ডন প্রবাসী জুবের আহমদ লস্করের প্রতিষ্ঠিত চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের পক্ষ থেকে বন্যা কবলিত আশ্রয় কেন্দ্রের মানুষ সহ প্রায় ২ শত পরিবারের মাঝে খাবার বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।
১ম ধাপের বন্যায় কবলিত মানুষদের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল।
২য় ধাপের বন্যা কবলিত মানুষদের মাঝে শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমানের তত্ত্বাবধানে রবিবার ও সোমবার খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অখাদ্য বিতরণ এ উপস্থিত ছিলেন মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদ,বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোকন আচার্য,সাংবাদ কর্মি রোমান আহদ, মোঃ কামরান আহমদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জুবের আহমদ লস্কর বলেন,যেকোন দুর্যোগে মানুষ মানুষের পাশে থাকা প্রয়োজন।
তিনি বলেন,ট্রাস্ট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে,আগামীতেও সকল রকমের দুর্যোগ ও সামাজিক কাজে ট্রাস্ট এগিয়ে আশার তাউফিক যেন আল্লাহ দেন সেই চেয়েছেন।
এলাকার সচেতন ব্যক্তিবর্গ ট্রাস্টের কার্যক্রমকে অভিনন্দন জানিয়ে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ট্রাস্টের সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।