স্টাফ রিপোর্টারঃ অফুরন্ত দেশপ্রেম অগাধ ও ভালোবাসা বুকে দ্বারণ করে পথ চলা তারই নাম তারেক খান। যিনি সর্বদা নিজের কথা ভূলে মানুষের কল্যাণে কাজ করে আনন্দ ও আত্ম তৃপ্তি পান, এমনি একজন উদার মহৎ পরোপকারী সাদা মনের আলোকিত মানুষ আমেরিকার নিউ জার্সিতে বসবাসকারী তারেক খান। দেশ ও দেশের বাহিরে তার জনহৈতেষী কর্মকান্ড দেখে মানুষ মুগ্ধ হয়। বাংলাদেশের কৃতি সন্তান চির তরুন অগ্রগামী অসাধারণ বিপ্লবী নায়ক তারেক খান যুক্তরাজ্য ২৫৭০০ অথেঞ্জ এভিনিউ ফ্লোরিডাতে নিজস্ব প্রচেষ্ঠায় গ্রীণ হরাইজন নামক এগ্রোফার্ম প্রতিষ্ঠিত করেন। স্বনির্ভর আত্মপ্রত্যয়ী তারেক খান চল্লিশ বিঘা জমির উপর নানা প্রকার শাক সবজি চাষ করে মানব দেহের যেমন অপুষ্টি পরুন করার কাজ করছেন। তারাই সাথে অর্থনৈতিকভাবে নিজেকে সাবলম্বী করে তলেছেন। যার ফলে তার প্রতিষ্ঠিত কৃষিফার্ম হরাইজান এর মাধ্যমে তারেক খান সেদেশের রাষ্ট্রীয় পুরস্কার যুক্তরাজ্য ২০২২ মানবাতা কমিনিটি বেষ্ট এ্যাওয়ার্ড লাভ করেন। অধম্য দূর্বার তারেক খান এর এ অর্জন বাংলাদেশের অহংকার। ভবিষ্যতে কৃষি কাজের মাধ্যমে মানব কল্যানে কাজ করে সকলের হৃদয় জয় করার দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশী তরুণ তারেক খান।
ডেমোক্রেডিট পাটির চেয়ারম্যান জন কেরির হাত থেকে সম্মননা গ্রহণ করেন বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কৃতি সন্তান আলোকিত মানুষ তারেক খান। উক্ত অনুষ্ঠানে আরো সম্মাননা গ্রহণ করেন, যুক্তরাষ্ট্র্যের পুলিশ কমিশনার রিচার্চ বানিক ও সিটি মেয়র অ্যন্দ্র সায়ে। এছাড়া বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান হোসেন পাঠান বাচ্চুসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিজ নিজ কাজে অবদান রাখার জন্য সম্মাননা ভূষিত হন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024