স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপের বাজুয়া খুটাখালী আর্য্য হরিসভার আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এলক্ষে ভক্তরা রথটি টেনে নিয়ে হরিসভা মন্দির প্রঙ্গন থেকে বের হয়ে লাউডোব খুটাখালী ও বাজুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে এক ধর্মীয় আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়।
জগতের নাথ বা “জগতের প্রভু’ হিন্দু দেবতা বিষ্ণুবা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রুপ। এতে তার দাদা বলরাম ও বোন শুভভ্রার সঙ্গে পুজা করে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। জগন্নাথের মুর্তি সাধারনত নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহটি নির্মিত করা হয়।মুর্তির চোখ দুটি বড়বড় গোলাকার। হাত অসম্পুর্ণ। মুূর্তিতে কোন পা দেখা যায়না।বিগ্রহে অসম্পুর্ণ হাত ও পায়ের অনুপস্হিতি নিয়ে নানাধরনের মতবাদ এবং প্রবিত্র বিশ্বাস প্রচালিত রয়েছে।যেখানেই জগন্নাথ মন্দির আছে, সেখানেই এই ধরনের রথযাত্রা আয়োজিত হয়।ভক্তরাই এই রথগুলি টেনে নিয়ে যান।