কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জ উপজেলা বন্যা আক্রান্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। শুক্রবার ০১ জুলাই বেলা ১২ টার সময় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সংলগ্নে খাদ্য সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকাস্থ, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম চয়ন, মহানগর কোতোয়ালি থানা সভাপতি এডভোকেট অরবিন্দু দাশগুপ্ত বিভু, কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিস্বাস, সহ-সভাপতি বিজয় সিংহ রিংকু, সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাণু বিস্বাস, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ দে, কার্যকরী সদস্য নিক্সন আচার্য্যসহ কোম্পানীগঞ্জ পূজা পরিষদের সদস্যবৃন্দ।
কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিস্বাস প্রতিবেদককে বলেন, এই বন্যা অতিতের সব রেকর্ড ভঙ্গ করেছে। বন্যায় কৃষকদের অনেক ক্ষতিসাধন করেছে। অনেকের ঘরের চাল-ডালসহ খাদ্য সামগ্রী ও আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে যারা অধিকহারে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্যে আমাদের এই ক্ষুদ্র উপহার।
খাদ্য প্রদান শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রতিবেদককে বলেন, বন্যায় মানুষের যে পরিমান ক্ষতি হয়েছে তা পূরন করা অসম্ভব। বন্যা আক্রান্ত কিছু পরিবারের জন্যে আমাদের পক্ষ থেকে খাদ্য উপহার সামগ্রী দিয়েছি। বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে বিভিন্ন পানিবাহিত রোগ আক্রমণ করতে পারে। এজন্যে সবাই সাবধান থাকবেন। কয়েকদিনের মধ্যে আমরা একটি মেডিকেল টিম নিয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দিতে আসবো।
ভবিষ্যতেও আমাদের এইরকম সামাজিক কার্যক্রম অব্যহত থাকবে।