মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের গৌরব পল্লী কবি ছহির উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনার বয়স হয়েছিল ৯৭ বছর।
শনিবার (২ জুলাই), সকাল সাড়ে ৭ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এর পূর্বে গত বুধবার পল্লী কবি’র সহধর্মিণী টুনুয়ারা খাতুন দীর্ঘদিন প্যারালাইজড হয়ে পড়ে থাকার পর দুনিয়ার মায়া ত্যাগ করেন। টুনুয়ারা’র শোকেই পল্লী কবি ছহির উদ্দীন মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।
তিনার মেজ ছেলে মিনারুল ইসলাম জানান, মা মারা যাবার পর বাবা ভীষণ ভাবে ভেঙে পড়েন। তিনার শোকেই বাবা মারা গেলেন।
বিকেল ৩ টার সময় মাইলমারী গোরস্থান ময়দানে পল্লী কবি’র জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পল্লী কবি ছহির উদ্দীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন বিষয় নিয়ে গল্প, ছড়া, কবিতা, গান ও উপন্যাস লিখেছেন। মাইলমারী পদ্ম বিলকে নিয়ে অসংখ্য কবিতাও তিনি পড়তেন। যা মনুষকে মুগ্ধ করতো। তিনার লেখা বেশ কয়েকটি কবিতা ও উপন্যাস ছাপাও হয়েছে। অর্থের অভাবে বেশ কিছু উপন্যাস ছাপার অপেক্ষায় রয়েছে।
পল্লী কবি হিসেবে মেহেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় ছহির উদ্দীনের বেশ সুনাম রয়েছে।
উপন্যাস লেখার জন্য গাংনী উপজেলা প্রশাসন থেকে ইতিপূর্বে তিনাকে সংবর্ধনাও দেওয়া হয়।
পল্লী কবি’র মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে পড়েছে।
তিনার মাগফিরাত কামনায় সকলের প্রতি দোয়া’র আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এলাকাবাসীর দাবী পল্লী কবি ছহির উদ্দীন কে শেষ শ্রদ্ধা জানাতে গাংনী উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ গ্রহণ করা হোক।