তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে,
শনিবার সকালে জ্ঞানের আলো পাঠাগার কোটালিপাড়া গোপালগন্জের উদ্যোগে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপকরন সামগ্রী কোমল মতি বাচ্চাদের হাতে তুলে দেন তাহিরপুর উপজেলার সুযোগ্য মানবিক নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির, এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র ণারায়ন বৈশাখ,তাহিরপুর সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরোম, প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সাংবাদিক আবুল কাশেম,জ্ঞানের আলো পাঠাগার সাধারন সম্পাদক মাসুদুর রহমান পারভেজ,সিনিয়র সদস্য দিদারোল আলম খান ,সদস্য রিফাত রহমান,জাহিদুল, জুবান, আঃরহমান,ফুরকান মিয়া, সজিব আহমেদ প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির বলেন বন্যায় অনেক শিশুর লেখা পড়ার বিগ্ন ঘটেছে,অনেকের বই খাতা বিজে গিয়ে নষ্ট হযেছে আপনাদের এই ব্যাতিক্রমি উদ্যোগ বাচ্চাদের উপকারে আসবে,আপনাদের সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা সুদুর কোটালিপাড়া গোপাল গন্জ থেকে বানভাসি মানুষের জন্য ত্রান সামগ্রী সহ শিশুদের শিক্ষা উপকরন নিয়ে এসে তাদের মাঝে বিতরন করার জন্য, আমি আপনাদের সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করি।