রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮ নং আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আজাদ মিয়া ফরুক ও তাঁর পরিবারের পক্ষ থেকে বন্যার্ত বানভাসি মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকাল ১১ টা থেকে দিনব্যাপী আশারকান্দি ইউনিয়নের সুরতনপুর, আমিনপুর ও শেওরা গ্রামের বন্যায় আক্রান্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৩ শত পরিবারের মধো ত্রান বিতরণ করা হয়।
প্রবাসী পরিবারের পক্ষে ত্রান বিতরণ করেন সমাজ সেবক আরিজ মিয়া, মসকুর আহমদ, এমদাদ খান মিজান, জগন্নাথপুর সাবরেজিস্টার অফিসের দলিল লেখক কালীপদ দাস, তফজ্জুল ইসলাম, জাকির আহমদ, আব্দুল ছালাম প্রমূখ।
এ সময় বন্যার্ত মানুষেরা বলেন, স্বরণকালের ভয়াবহ বন্যায় আমাদের সবকিছু পানিতে তলিয়ে গেছে । এখন আমরা না খেয়ে খুবই কষ্টে আছি।
আমাদের বিপদে পাশে দাড়িয়েছেন লন্ডন প্রবাসী আজাদ মিয়া ফরুক সাহেবের পরিবার। দুঃসময়ে তাদের সাহায্য আমাদের পেটে জোগান দিবে।
খাদ্য সামগ্রী পেয়ে আমরা খুবই খুশি। এই মানবিক প্রবাসী পরিবারের দানকে আল্লাহ অবশ্যই কবুল করবেন।