মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজারঃকক্সবাজার সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র থেকে আজ ৩ জুলাই (রবিবার) দিন ব্যাপী এসব উপকরণ হস্তান্তর করা হয়। দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। ২০২১-২০২২ অর্থবছরের আমন চাষাবাদের তালিকাভুক্ত ৭০০ কৃষক- কৃষানীর মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ ধান ও ১৫ কেজি হারে সার বিনামূল্যে বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় অন্যদের মধ্যে কক্সবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হাসান সহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ঈদগাঁও উপজেলার আওতাধীন ঈদগাঁও ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসাইন জানান, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষক, কৃষাণী ও কৃষি খাতের উন্নয়নে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে।
জালালাবাদ ইউনিয়নের উপকারভোগী কৃষক নুরুল আলম জানান, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির এ দুর্দিনে সরকারের এমন মহতি উদ্যোগ কৃষকদের প্রাণ সঞ্চারে ভূমিকা রাখবে।