মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ‘স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন অব বাংলাদেশ’ এর নীলফামারী জেলা শাখার উদ্যোগে ডোমার উপজেলায় প্রায় তিন শতাধিক সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩রা জুলাই) সকাল থেকে ডোমার সরকারী কলেজ প্রাঙ্গনে নীলফামারী জেলা শাখা স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন—ডোমার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক মো. স্বপন রহমান।
স্টুডেন্ট ব্লাড অর্গানাইজেশন অব বাংলাদেশের নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নিরব হাসান রাতুল’র নেতৃত্বে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন—সংগঠনের সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, রায়হান ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম, অর্থ সম্পাদক মো. সোহেল ইসলাম, তথ্য সম্পাদক জুনায়েদ ইসলাম, নারী বিষয়ক সম্পাদক মোছা. জেসমিন প্রমূখ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিরব হাসান রাতুল বলেন, “আজকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে প্রায় ৩০০ জন সাধারণ মানুষ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আমাদের স্বেচ্ছাসেবকরা তাদের উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে। এর আগেও, বিভিন্ন স্থানে আমরা ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করেছি এবং পরবর্তীতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।