রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার বৃহত্তর সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর সংগঠনের পক্ষ থেকে বন্যা দূর্গত মানুষদের ত্রাণ বিতরণ সম্পন্ন করা হয়েছে।
আজ ০৫/০৭/২২ইং রোজ মঙ্গলবার সংগঠনের প্রতিনিধিদের মাধ্যমে জগন্নাথপুর থানার অন্তর্গত স্বজনশ্রী-ইসমাঈল চক-বাউধরণ-বোরাখালী গ্রামে নৌকাযোগে পৌঁছে সেখানকার অস্বচ্ছল ১২০ পরিবারকে প্রথম ধাপে ত্রাণ বিতরণ করা হয়।পাশাপাশি উক্ত গ্রামসমূহের কিছু মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের নগদ অর্থ সহায়তা করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়
চলতি সপ্তাহে ২য় ধাপে আবারো আরো দুইশো অসহায় পরিবারকে ত্রাণ বিতরণ করা হবে।
উল্লেখ্য যে, সুনামগঞ্জ জেলা সহ সমগ্র সিলেট বিভাগ এক ভয়াবহ বন্যার কবলে পড়ে ভিষণভাবে ক্ষতিগ্রস্হ হয়। এমনকি এখানকার মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত এবং নিতান্ত দরিদ্র পরিবারগুলো প্রচন্ডভাবে অভাব অনটনের মধ্যে দিনাতিপাত করছে।
অনেক পরিবারের বাড়ীঘর,ফসল নষ্ট হওয়ার পাশাপাশি আয় রুজগারের পথ বন্ধ হওয়ায় তারা নিঃস্ব হওয়ার পথে।
সেইদিক বিবেচনা করে সংগঠনের একঝাক জীবন সদস্যবৃন্দের এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অর্থায়নে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর সাধ্যমতো
খাদ্য সহায়তা করে অসহায়দের সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ত্রাণ বিতরণের সময় উপস্হিথ ছিলেন,
সংগঠনের স্হায়ী কমিটির সদস্য মাসুম মিয়া,সভাপতি জামাল হোসেন, সহ সভাপতি জহিরুল ইসলাম মুন্না, সহ সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিমেল,সিনিয়র সদস্য কুহিনুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।