তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ তাহিরপুরে অকাল বন্যা, পাহাড়ি ঢল, হাওরের রাক্ষসী ঢেউয়ে (আফাল)ঘরবাড়ি বিধ্বস্থ হওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে অতিদরিদ্র ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ১০ হাজার টাকা করে বিতরণ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির।
মঙ্গলবার সকাল থেকে শুরু করে সারাদিন তাহিরপুর সদর ইউনিয়নের তদারকি কর্মকর্তা কৃষিবিদ জনাব হাসান উদ দৌলা বানভাসি মানুষের ঘরে ঘরে গিয়ে প্রথম দিন ৫৮টি পরিবার কে ১০০০০ করে টাকা তাদের বুঝিয়ে দেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য তসরিমা প্রধানমন্ত্রীর টাকা দেওয়ার কথা শুনে শত কষ্টের মধ্যেও তার মুখে যেন হাসির ঝিলিক ফুটে উঠেছে।তিনি বলেন এইবার কিছুটা হলেও ঘরের কাজ করে পুলা মাইয়া নিয়া ঘরে উঠতে পারমু।
তাহিরপুর সদর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টাকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জনতার চেয়ারম্যান জনাব জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোশারফ হোসেন, কাশ্মির রেজা, প্যানেল চেয়ারম্যান তুজাম্মেল হক নাছরোম, সাংবাদিক রোকন উদ্দিন, শওকত হাসান, ইউপি সদস্য সদস্যা বৃন্দ।
উপকার ভোগী তসরিমা আক্ষেপ করে বলেন প্রধানমন্ত্রীর টাকা দিয়া এবার অন্তত শেষ সম্বল নিজের ঘরে ফিরতে পারবো।আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে সর্বদা ভালো রাখেন
তদারকি কর্মকর্তা কৃষিবিদ জনাব হাসান উদ দৌলা বলেন আমরা স্বচ্ছতার সহিত প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে যাচাই-বাছাই করেছি এবং যারা পাওয়ার উপযোগী তারাই পেয়েছে।আমরা আশা করছি যারা টাকাটা পেয়েছে তারা যেন তাদের ঘরটুকু সংস্কার করে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির বলেন, প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে দেয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০০০০ করে টাকা অতি তারা তারি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আমরা সকলে মিলে পৌছে দিয়েছি,।
জনতার চেয়ারম্যান জনাব জুনাব আলী বলেন আমরা সকলে মিলে স্বচ্ছতার সহিত বাড়ি বাড়ি গিয়ে তালিকা তৈরি করে তদন্তকারী কর্মকর্তা নিকট হস্তান্তর করেছি,এই দুর্যোগ কালিন সময়ে আমার ইউনিয়নের জনগনের জন্য যারা ম্রম মেধা অর্থ দিয়ে সহযোগীতা করছেন তাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ।