হেলাল হোসেন কবিরঃ সামনে প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বাড়ানো হবে এবং প্রতিবন্ধীদের জন্য সুখবর আছে বলে সাংবাদিকদের কছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি এই কথা বলেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী ও তার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল প্রতিবন্ধী বিষয়ক কর্মকান্ডে তিনি সারা বিশ্বে প্রশংসিত। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য আবাস ভূমি স্থাপন করছেন। মোটকথা, প্রতিবন্ধীদের জন্য প্রধানমন্ত্রী যা করার দরকার তা নিয়ে পর্যায়ক্রমে কাজ করছেন।
১৬ জুলাই (শনিবার ) বিকাল ৩ ঘটিকায় লালমনিরহাট জেলা শহরে অবস্থিত লালমনিরহাট
সরকারি শিশু পরিবার(বালিকা) প্রাঙ্গণে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এসব কথা বলেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি আরও বলেন, এই
শান্তি নিবাসে প্রবীণরা থাকবেন আর শিশু পরিবারের শিশুরা সেই প্রবীনদের দাদা-নানা বলে ডাকবে। তাদের দেখা শোনার জন্য ছেলে-মেয়েরা থাকবেন।
এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মতিয়ার রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি সকাল ১১টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যনির্বাহী মাসিক সভায় অংশগ্রহণ করেন।