স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে গত ২৩ থেকে আগামী ২৯
জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে
খুলনার দাকোপে বাজুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই সোমবার বেলা ১১টারদিকে বাজুয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অধিদপ্পতরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করাহয়।
বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানষ কুমার রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন দাকোপ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপস্হিত ছিলেন দাকোপ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা , ও এন, টি,পি ২ প্রকল্প তোফায়েল আহমেদ সহ ইউপি সদস্য বৃন্দদ ও মৎস্য চাষী ও মৎস্যজিবীরা।
উল্লেখ্য জাতীয় মৎস্য সপ্তাহ পালনে নানা
কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচার, সাংবাদিকদের সাথে
মতবিনিময়, র্যালি. উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত, প্রান্তিক
পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল
কোর্ট অভিযান পরিচালনা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি এবং সাফল্য বিষয়ে
প্রামাণ্য চিত্র
দেশীয় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ, মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024