মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃভোলার বোরহানউদ্দিনে
সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী
বিদ্যুৎ, জ্বালানী ও জাতীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুলাই বুধবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বিত হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহীন ফকির,উপজেলা ওজোপাডিকোর উপ-সহকারি প্রকোশলী রোকনুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা এ.এইচ.শামীম,নিবাহী প্রকৌশলী শ্যামল কুমার গাইন,সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ,পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন,ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে দাম চড়া হওয়ায় খোলাবাজার বা স্পট মার্কেট থেকে বাংলাদেশ এলএনজি কেনা বন্ধ রাখে ।এর সঙ্গে যোগ হয়েছে মার্কিন ডলারের দাম বৃদ্ধি। বাংলাদেশে চাহিদার তুলনায় যোগান কমে যাওয়ার কারণে বাজারে ডলারের সংকট দেখা যাচ্ছে, ফলে আমদানির জন্য প্রয়োজনীয় এই বিদেশী মুদ্রার দাম ক্রমাগত বেড়েই চলেছে।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সরকারের তরফ থেকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এসব সিদ্ধান্ত এলো।তিনি বলেন বোরহানউদ্দিনে চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন বেশি রয়েছে।
বোরহানউদ্দিনে ওজোপাডিকোর উপসহকারী প্রকৌশলী রোকনুজ্জামান বলেন,২৭ জুলাই ২২৫ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ছিল ৪২ মেগাওয়াট।
নতুন ৩০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের উৎপাদন ছিল ২২০ মেগাওয়াট। অন্যদিকে ওজোপাডিকো বর্তমান চাহিদা ৪.৫ মেগাওয়াট।
ভোলা পল্লী বিদ্যুতের এজিএম বলেন, বোরহানউদ্দিনের তার চাহিদা ৮ মেগাওয়াট আর উৎপাদন ১২ মেগাওয়াট।
এসময় বক্তরা আরো সরকারি নিদর্শনা অনুযায়ী জরুরি সেবা হাসপাতাল ও ঔষধের দোকান ব্যতীত রাত ৮ টার মধ্য বানিজ্যিক প্রতিষ্ঠান সহ সকল কিছু বন্ধের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মিজানুর রহমান,পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, বাজার ব্যবসায়ী আবুল কালাম সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024