মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃবগুড়ার শেরপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন দীর্ঘদিন পর আগামী শনিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে কারা নতুন নেতৃত্বে আসছেন তাই এখন শেরপুরের রাজনৈতিক সচেতন মানুষের আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিএনপির এই সম্মেলনে নির্বাচনের মাধ্যমে উপজেলা বিএনপির ৪ নেতা নির্বাচিত হবেন। এতে বিএনপির দুই গ্রুপের ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সুত্রে জানা গেছে, সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু এবং আলহাজ্ব শাহ আলম পান্না, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম মিন্টু ও শফিকুল ইসলাম আরফান এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদে আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, শফিকুল ইসলাম শফিক ও আব্দুল মোমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী শনিবার (৩০ জুলাই) শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এর দ্বিতীয় পর্বে ৯টি ইউনিয়নের ভোটারবৃন্দ তাদের গোপন ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন।