মোঃ আসাদুজ্জামান আপেল,পঞ্চগড় প্রতিনিধিঃ
মানসম্পন্ন চা উৎপাদনে পর্যাপ্ত প্রশিক্ষনের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কাজিরহাটে বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গলের প্রকল্প উন্নয়ন ইউনিটের আয়োজনে ক্ষুদ্র চা চাষীদের নিয়ে চা আবাদিতে প্লাকিং, সার প্রয়োগ ও পোকামাকড় দমন শীর্ষক কর্মশালার তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পঞ্চগড়ে চা নিলাম কেন্দ্র স্থাপনের নিমিত্তে যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এছাড়াও পঞ্চগড়ে নতুন আরও ৯টি কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। ক্ষুদ্র চা চাষীরা যেন কোনভাবে ক্ষতিগ্রস্থ না হন সেদিকে চা কারখানা মালিকদের লক্ষ্য রাখার তাগিদ দেন চা বোর্ড চেয়ারম্যান।
এসময় বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আল মামুন প্রমুখ।
২৮-০৭-২০২২
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024