লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগন্জে করিমগঞ্জে উপজেলার পৌর কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২৯ জুলাই বিকালে করিমগঞ্জ পৌর এলাকার মোরগ মহলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ পৌর কৃষক লীগের আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সদস্য কামরুল ইসলাম চৌধুরি মামুন, জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সরকার জাহাঙ্গীর সিরাজী, জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন ছফি প্রমূখ। সম্মেলন উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আবু তাহের। করিমগঞ্জ পৌর কৃষক লীগের যুগ্ম-আহবায়ক আনিসুর রহমান টুকুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক ছিলেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম।আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফিউদ্দিন আকন্দ, করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শফিরুল ইসলাম, করিমগঞ্জ পৌর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জিল মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান রনি, করিমগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হায়াত রনি প্রমুখ।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আব্দুল জলিলকে সভাপতি এবং আনিসুর রহমান টুকুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024