মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার,নেত্রকোণা জেলা প্রতিনিধিঃনেত্রকোণা আঞ্চলিক মহাসড়ক বিরিশিরি হতে শ্যামগঞ্জ যেন মরনের ফাদ তৈরি হয়েছে দুর্গাপুর হতে ঢাকা গামী বালি ভর্তি ট্রাক গুলোর সাতে প্রতিনিয়ত ঘটেছে দৃর্ঘটনা। অস্বাভাবিক ভাবে মৃত্যুর হছে প্রতিনিয়ত কোন ভাবে থামছে না দুর্ঘটানা। আজ সকাল এগার টায় নিরাপদ সড়ক এর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিন করেন পাপড়ি রক্তদান ফাউন্ডেশন ও পৃর্বধলা উপজেলাবাসী। এ সময় উপস্থিত ছিলেন পৃর্বধলা উপজেলা বিভিন্ন স্তরের জনসাধারণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠন এর সেচ্ছাসেবী।
পৃর্বধলা উপজেলা জাতীয় পাঠির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ বলেন ওভারলোড ও দ্রুত গতিতে ট্রাক চলাচলের কারেন দুর্ঘটনা ঘটে তাকে কোন ভাবে থামছে না। অস্বাভাবিক মৃত্যুর কারনে অনেক পরিবার আজ মানবতার জীবন যাপন করছে। এছাড়া বক্তব্য রাখেন এম ডি আর মাসুম। পাপড়ি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফিরোজ শাহ্ বলেন এই দুর্ঘটনার কারণে আমরা অনেক এই মহাসড়কে চলাচলে করতে ভয় হয় আমাদের এই সড়ক ব্যবহারে উপযোগী করতে হলে দিনের বেলা ট্রাক চলাচল বন্ধ করতে হবে।