এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃশোকাবহ আগস্ট জুড়ে আওয়ামী লীগের গৃহীত বিভিন্ন কর্মসূচি পালন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতিমূলক সভা করেছে। সভায় আগস্ট জুড়ে বিভিন্ন ইউনিয়নে ভিন্ন ভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩০ জুলাই) বিকালে দলীয় কার্যালয়ে শোকাবহ ১৫ আগস্ট পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদুর সঞ্চালনায় সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভায় শোকাবহ আগস্ট উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। উপজেলা সহ প্রতিটি ইউনিয়নে ভিন্ন ভিন্ন তারিখে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান বলেন, যে আশা-আকাঙ্খা নিয়ে গত ১৮ জুন আমাকে সভাপতি করে উপজেলা আওয়ামী লীগের যে কমিটি ঘোষণা তার সঠিক বাস্তবায়ন করা হবে। ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ইউনিয়নে আমরা নেতাকর্মীদের একত্রিত করে আলোচনা সভা করব। দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে দলকে বিজয়ী করা হবে।
অপরদিকে সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু বলেন, ছাত্র রাজনীতি থেকে আজ আমাদের হাতে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বভার। আমাদের গুরু দায়িত্ব এখন ঐক্যবদ্ধ উপজেলা আওয়ামী লীগকে নিয়ে সু-শৃঙ্খল ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দলকে সুসংগঠিত করা।
প্রস্তুতি মূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজ্বী জাকারিয়া ইসলাম জুয়েল,অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিরু,আবু সুফিয়ান মণ্ডল, আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, আব্দুল হান্নান আজাদ, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক ফিরোজ খানুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরাফাত রাব্বী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক খালিদ আহমেদ চৌধুরী তুহিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান মুন্নু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জগলুর রশিদ রিপন, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান, কোচাশহর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, রাখালবুরুজ ইউনিয়ন সভাপতি আইয়ুব বিএনসি, রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলু, তালুককানুপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম লিচু, সাপমারা ইউনিয়নের শামীম রেজা মণ্টু, দরবস্ত ইউনিয়নের আব্দুল আজিজ মাস্টার, ফুলবাড়ী ইউনিয়নের আব্দুল মান্নান মাস্টার, নাকাই ইউনিয়নের মোকছেদুল আমিন রিপন, হরিরামপুর ইউনিয়নের জাহিদুল ইসলাম বাদল, জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান তুহিন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার আহবায়ক হামিদুল ইসলাম ও ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু প্রমুখ।