স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃখুলনার দাকোপ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙাণী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী
যথাযোগ্য মর্যদায় পালনের উপলক্ষে বিশেষ বর্ধিত সভা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সুস্হতা কামনা করে সভা অনুষ্ঠিত হয়েছে।
এলক্ষে আজ ৩১ জুলাই রবিবার সকাল ১১টারদিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ রায়ের সঞ্চালনায়,প্রধান
অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি।এসময় তিনি বলেন শোককে শক্তিতে পরিনত করতে হবে।১৯৭৫ সালের ১৫ আগষ্ট মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে বাঙালী জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত -বঞ্চিত নিপীড়িত মানুষের মহাননেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্ত্রন উৎস,স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্হপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতক চক্র।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এম পি ননী গোপাল মন্ডল,আওয়ামী লীগ নেতা রনজিত কুমার মন্ডল,জয়ন্তী রানী সরদার,শেখ আব্দুল কাদের,ইউ পি চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডল,অধ্যাপক দুলাল রায়,এ বি এম রুহুল আমিন,শফিকুল ইসলাম আক্কেল, পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,ইউ পি চেয়ারম্যান মানষ রায়,
অধ্যাপক নারায়ন রায়,বীর মুক্তিযোদ্ধা মোহিত লাল রায়,কে এম কবির হোসেন,সত্যেন্দ্র নাথ রায়,শেখ রফিকুল ইসলাম,তুষার কান্তিরায়,দেবেন্দ্র নাথ মিস্ত্রি দেবু,অধ্যাপক সুপদ রায়,স্বপন কুমার সরকার,অপরাজিত মন্ডল অপু,ইউ পি চেয়ারম্যান সুদেব রায়,পরিমল কান্তি রপ্তান,সন্জীব রায়,অরবিন্দু সরদার,জুলফিকার আলী জুলু,নিহার মন্ডল,ক্ষিতিশ চন্দ্র রায়,জ্যোতি সংকর রায়,ভাইচ চেয়ারম্যান গৌর পদ বাছাড়,গোলাম হোসেন শেখ,লিপিকা বৈরাগী, মোঃশিপন ভূইয়া,জি এম রেজা,মোল্লা নজরুল ইসলাম,মাওলানা মুজিবুর রহমান,কুমারেশ বিশ্বাস,উত্তম রায়,যুবনেতা আব্দুল্লাহ আল মাসুম,সন্জীব রায়,রতন কুমার মন্ডল, জাহিদুর রহমান মিল্টন,আরাফাত আজাদ,উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল শরীফ,সাধারন সম্পাদক লিটন সরদার প্রমূখ।
সভাপতির বক্তৃতায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন বলেন ঘাতকরা সেদিন শুধু জাতির পিতা বঙবন্ধুকেই সপরিবারে হত্যা করেনি, হত্যা করেছিল বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের চেতনা, অগ্রযাত্রা, সমৃদ্ধি ও সুন্দর আগামীর স্বপ্ন। স্বাধীনতা প্রাপ্তির মাত্র তিন বছর
সাত মাসের মাথায় দেশি ও কিদেশি চক্রান্তের মাধ্যমে ঘাতকরা বাঙালি জাতির কপালেকলঙ্কের তিলক পরিয়ে দেয়।তিনি সকল শহীদের আত্মার মাগফেনাত কামনা করেছেন।
সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে দাকোপ উপজেলার সকল ইউনিয়ন সহ পৌরসভায় মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।