মাসুম বিল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধিঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও ক্যাপটেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ আগষ্ট সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান খন্দকার, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, শেরপুর সরকারী ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব প্রমুখ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান লিংকন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার পাল, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমলসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা বৃন্দ,ইউপি চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।