রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নির্বাচন কে ঘীরে জনগনের মাঝে চলছে নানান গুঞ্জন।সীমানা জটিলতার কারনে সোনারগাঁ পৌরসভার নির্বাচন এখনো স্থগিত রয়েছে।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি আমাদের কে জানান, সীমানা সংক্রান্ত জটিলতা নিঃস্পত্তি হলেই সোনারগাঁ পৌরসভার নির্বাচনের তপছিল ঘোষনা করা হবে। সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা একই কথা জানান আমাদের।
করোনা কালিন সময়ে মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীদের দৌড়ঝাপ পরিলক্ষিত করা গেলেও পরর্বতী সময়ে তা স্থায়ী হয়নি বেশী দিন।কয়েক মাস নির্বাচনী মাঠ নিঃক্রিয় থাকার পর এলাকাবাসীর আহবানে ফারিহা নীটটেক্স লিঃ ও এ্যাসরোটেক্স গ্রুপ এর চেয়ারম্যান আলহাজ্ব ফেরদাউস ভূঁইয়া মামুন (সি.আই.পি) এর বড় ভাই সাবেক নারায়ণগঞ্জ জেলা পরিষদ এর সম্মানিত সদস্য ও সোনারগাঁ জি আর ইনিষ্টিটিউশন স্কুল এন্ড কলেজের গর্ভানিংবডির সভাপতি আলহাজ্ব ফারুক ভূঁইয়া মেয়র পদে নির্বাচন করবে বলে পারিবারিক ভাবে আলোচনা স্বাপেক্ষে সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই তার সমর্থকরা বিভিন্ন পোষ্টের মধ্য দিয়ে ফারুক ভূইয়ার মেয়র প্রার্থী হওয়ার বিষয়টি জনগনের কাছে তুলে ধরেছেন।
স্হানীয় নেতা,যুব সংঘ ক্লাবের সভাপতি মোতালেব মিয়া স্বপনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের কে বলেন, সোনারগাঁ পৌরসভার বর্তমান মেয়র ছাদেকুর রহমান বার্ধক্য জনিত কারনে নির্বাচন করবে না এমন ঘোষনার আমরা পৌরবাসী হতাশ হয়ে পরেছিলাম। ফারুক ভূঁইয়ার নির্বাচনে অংশগ্রহনের খবরটি আমাদের মাঝে আশার সঞ্চার করেছে।আমার জানা মতে ওনাদের পরিবার কে সোনারগাঁয়ের জনগন দানশীল পরিবার হিসেবে চিনে।শুধুমাত্র সোনারগাঁ পৌরসভায়ই নয় বরং সোনারগাঁয়ের বিভিন্ন স্থানের মসজিদ,মাদ্রাসা,স্কুল-কলেজ এমনকি হত দরিদ্রের মাঝেও তাদের দানের হাত বাড়ানোর বিষয়টি আমি জানি।উনাদের মতো দানশীল ব্যাক্তি নির্বাচনে আসলে জনগনের উপকার ছাড়া অপকার হবে না বলে আমি মনে করি।