লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃঅতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জ পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট সকালে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ আলম এর পক্ষ থেকে থানা হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর এর সার্কেল এর দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক এম এ হালিম, সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন, আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন, চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন, আবদুল কাইয়ুম, হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুছলেহ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেখ নেওয়াজ, সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ সুপারের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, এমন একজন মানবিক পুলিশ অফিসার যেন তাঁর স্থলাভিত্তিক হন। তিনি দীর্ঘ সাড়ে তিন বছর যেভাবে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখেছেন সেটারও ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বক্তারা। কিশোরগঞ্জে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা হোসেনপুর থানার ওসি তদন্ত কর্মকর্তা মো: টিটু এর সঞ্চালনায় এসময় উপজেলার সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ৩ আগস্ট (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) কে কিশোরগঞ্জ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।