খুলনা ব্যুরো অফিসঃখুলনার দাকোপে বানিশান্তা ইউনিয়নের খেজুরিয়ায় অখিল মন্ডলের পিতার বিক্রিত সম্পত্তিতে গায়ের জোরে দখল না দিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে চলেছে মর্মে অভিযোগ উঠেছে।
অভিযোগের সুত্র ধরে জানা যায়, বিষয় টা অনেক দিন ধরে চলছে, গত ইংরেজি ১৯/০৭/১৭ তারিখ ৫০/১৭ নং একটি অভিযোগ চিত্তরঞ্জন মন্ডল বানিশান্তা গ্রাম্য আদলতে দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে গ্রাম্য আদালতে প্রধান বিচারক চেয়ারম্যান শুদেব কুমার রায় একটি প্রত্যায়ন পত্র প্রদান করেন। গত ০৫/০৮/২২ তারিখ জমিতে চাষে বাঁধা দিয়ে বর্হিগত লোক জন এনে খুন জখমের মতো ঘটনা ঘটায় অখিল রায় ও কার্তিক রায়। ০৮/০৮/২২ তারিখে দাকোপ থানা অভিযোগ সুত্রে জানা যায়, ০৫/০৮/২২ তারিখে নিমাই বাইন ও চিত্তরঞ্জন রায় জমিতে চাষ করতে গেলে অন্য এলাকা থেকে কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আচমকা মারপিঠ করে খুন জখম করে তখন নিমাই বাইন গুরুতর আহত হয়। এলাকা বাসি তাকে দাকোপ সাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এলাকাবাসী সুত্রে জানা যায় কার্তিক সহ এলাকায় কিছু উশৃংখল লোক আছে। তাদের নেতৃত্ব দেন এই কার্তিক। বানিশান্তা বাসী এমন ঘটনার তীব্র নিন্দা সহ অপরাধীদের আইনের উপযুক্ত শাস্তির ব্যাবস্থা করার অনুরোধ জানান।