৮ আগস্ট ২০২২ খ্রি.
=============
পুলিশ লাইন্স রংপুর অডিটরিয়ামে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, রেঞ্জ ডিআইজি, রংপুর মহোদয়। তিনি বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করেন ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। কল্যাণ সভায় উপস্থিত সকল অফিসার ও ফোর্সগনের সাথে কুশল বিনিময় করেন। সভাপতিত্ব করেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী।
সভার আগে “পুলিশ আঙ্গিনায় শাক সবজি চাষ ও বৃক্ষরোপন” এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ লাইন্স, রংপুরে শাক-সবজির চারা বপন করেন। সভা শেষে পুলিশ লাইন্স পুকুরে মৎস্য অবমুক্ত করনে।
এরপর বিকেল ০৩.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় রংপুরে, রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, রেঞ্জ ডিআইজি, রংপুর মহোদয় । এ সময় ডিআইজি মহোদয় জেলার সার্বিক আইন-শৃংখলা ভাল থাকায় এবং মামলা তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকায় সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে নির্দেশ দেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মধুসুদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সৈয়দ মোহাম্মদ ফরহাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব মোঃ হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল অতিরিক্ত দায়িত্বে বি-সার্কেল), রংপুর; সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) জনাব মোঃ কামরুজ্জামান পিপিএম-সেবা; জনাব মোঃ আশরাফুল আলম পলাশ, সহকারী পুলিশ সুপার (এসএএফ ও অতিরিক্ত দায়িত্ব সি সার্কেল) ও সকল থানার অফিসার ইনচার্জগন।