মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদকঃ
কোভিড-১৯ প্রতিরোধের ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। বুধবার ১০ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা নিবাহী কর্মকর্তার মিলনায়তনে ইউনিসেফএর সহযোগিতায় এ টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্টের বোরহানউদ্দিন উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশের সঞ্চালনায় ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন (মামুন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা( ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান সাদি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম শামীম প্রমূখ।
এর আগে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কাঙ্খিত ফলাফল সম্পর্কে ধারণা প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্ট এর ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর এম শরীফ আহমেদ।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপার ভাইজার আয়েশা ছিদ্দিকা,পক্ষিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সরদার, হাসাননগর ইউনিয়ন চেয়ারম্যান আবেদ চৌধুরী, ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজর প্রভাষক মোঃ বেলায়েত হোসেন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সোহেল হোসেন, কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম,কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান নাজমুন নাহার,হাজী আয়ুব আলী মাতাব্বরের সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকগনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন,সরকার, এনজিও সংস্থা এবং বিভিন্ন সংগঠন বহুবার আহ্বান করার পরেও কুসংস্কারে ডুবে থাকা ব্যক্তিরা কোনো সাড়া দেয়নি, টিকাও গ্রহণ করে নি।তাদেরকে দ্রুত টিকার আওতায় আনা আমাদের দায়িত্ব।কারণ করোনা এখনো পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়নি।যেকোনো মুহুর্তে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই সব সময় আমাদেরকে সচেতন থাকা উচিত।
বক্তারা আরও বলেন, আমরা যেহেতু একেকজন একেক জায়গা প্রতিনিধিত্ব করছি, তাই এই সমাজের সবাইকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিতে হবে। কমিউনিটির সবাইকেও সচেতন রাখার জন্য প্রতিনিয়ত কাজ করতে হবে।আশা করি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। পাশাপাশি উপস্থিত সবাই দি হাঙ্গার প্রজেক্টকে প্রশংসা করেন এমন মহৎ কাজ করার জন্য। হাঙ্গার প্রজেক্টের নানা কার্যক্রমে পাশে থাকবেন বলে সবাই আশ্বস্তও করেন।