মোঃ মহিউদ্দিন,ভোলা সদরঃভোলায় পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করা হয়েছে পবিত্র আশুরা। মঙ্গলবার (৯ আগষ্ট) সকালে আশুরা উপলক্ষ্যে ভোলা জেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরী।ভোলা জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক এনায়েত হোসাইন এর সভাপত্বি আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন আল ফারুক ।
আলোচনা সভায় বিভিন্ন মসজিদের ঈমাম, মসজিদ ভিত্তক মক্তব কার্যক্রমের বিভিন্ন শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) ও তার পরিবারের সদস্যরা এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।
এ হত্যাকান্ড ছিল অত্যন্ত নির্মম। নিষ্ঠুর ইয়াজিদ বাহিনী অসহায় নারী ও শিশুদের পানি পর্যন্ত পান করতে দেয়নি। মর্মস্পর্শী এ ঘটনা স্মরণ করে প্রতি হিজরি সনের ১০ মহররম বিশ্বের মুসলিম সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শোকাবহ দিনটি পালন করি।
ইমাম হোসাইন (রা.) ও তাঁর অনুসারীদের এ আত্মত্যাগ ইসলামের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান বক্তরা।
সর্ম্পকিত খবর সমূহ.
November 28, 2024