মোঃ মজিবর রহমান শেখঃস্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শিশু একাডেমী বিভিন্ন কর্মসূচী পালন করে। ১৪ আগষ্ট রোববার ঠাকুরগাঁও জেলা শিশু একাডেমী ও জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন হয়। বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও জেলা শাখা ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিনব্যাপী শিশু শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ” ও “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা” বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সাথে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহনে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু ও শেখ রাসেল সম্পর্কিত কবিতা আবৃত্তিতেও শিক্ষার্থীরা অংশ নেয়। উল্লেখিত প্রতিযোগিতায় প্রায় ৩ শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহন করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান, ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম। ১৫ আগষ্ট সোমবার একই ভেন্যুতে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।