কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী ,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েশা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা লুৎফুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁন মিয়া,সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দীন রেনু,ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, সিলেট জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য তামান্না আক্তার হেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক আনোয়ার সুমন,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা,উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান,ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এম.হাবিবুল্লাহ জাবেদ,
ইসলামপুর পশ্চিম ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশরাফুল ইসলাম চাঁন মিয়া,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।
এর আগে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।