মোঃ ইউনুস আলী (মিঠু), বয়স ২৫ বছর। ঠিকানা- সাং- পাথরঘাটা, থানা-ভাঙ্গুড়া, জেলা- পাবনা। গত ইং ১১/০৮/২২ তারিখ গাইবান্ধা হতে নিজ বাড়িতে ফেরার পথে রাত্রি অনুমান ০৯:৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাস থেকে নেমে সিএনজি তে চড়ে বাঘাবাড়ি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কিন্তূ পথিমধ্যে তাকে অপহরণ করা হয়। পরবর্তীতে অপহরণকারীরা তার বাবার নিকট ফোন করে ৫০,০০০/- টাকা মুক্তিপণ দাবি করে। ছেলেকে মুক্ত করার জন্য তার বাবা বিকাশ ও নগদের মাধ্যমে দুই বারে ২১,০০০/- টাকা অপহরণকারীদের নিকট পাঠান কিন্তূ তার পরেও ছেলের সন্ধান না পেয়ে গত ইং ১২/০৮/২২ তারিখ ভিকটিম মিঠুর বাবা র্যাব -১২, সিরাজগঞ্জে একটি লিখিত অভিযোগ দেন।
এর প্রেক্ষিতে র্যাব -১২, সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দলের গোয়েন্দা নজরদারি, নিরলস পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টা ও আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে গত ইং ১৪/০৮/২২ তারিখে অপহৃত মোঃ ইউনুস আলী (মিঠু) কে উদ্ধার করেন সেই সাথে অপহরণকারী চক্রের মূলহোতা সহ ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় হস্তান্তর করেন।
র্যাব -১২ কে তথ্য দিন। জঙ্গি, সন্ত্রাস, অস্ত্র, মাদক ও অপহরণ মুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুন।