মোঃ মজিবর রহমান শেখঃউত্তর বঙ্গের স্বনামধন্য প্রতিষ্ঠান ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রাণীশংকৈল উপজেলা বাস্তবায়িত সকল কর্মসুচীর অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ আগষ্ট ) সকাল ১০ ঘটিকার সময় ইএসডিও হলরুমে রাণীশংকৈল জোনের জোনাল ম্যানেজার ওমর ফারুক এর সভাপতিত্ব মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের একজন সুনামধন্য -গবেষক ড. মুহম্মদ শহীদ উজ জামান তিনি বলেন রাণীশংকৈল উপজেলায় ইএসডিওর প্রথম কাজ হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করা, বীরঙ্গনা পুরস্কার দেওয়া, দুই কোটি টাকা ব্যয়ে কাতিয়ার বাজার উন্নয়ন করা, ইএসডিও সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন দিয়ে বাচোর ইউনিয়ন কে মডেল ইউনিয়ন প্রতিষ্ঠা করা। সকল উন্নয়ন কর্মীগনকে নিজ নিজ দায়িত্ব পালন করা, সর্বোপরি রাণীশংকৈল উপজেলার মানুষের জিবন মান উন্নয়নে দশটি প্রকল্প বাস্তবায়িত্ব হচ্ছে।
আরো উপস্থিত ছিলেন, আইনুল হক সিনিয়র এপিসি ইএসডিও, আবুল মনসুর সরকার এপিসি মানব সম্পদ বিভাগ ইএসডিও, মাহাবুব হোসেন পিসি রিভাইভ প্রকল্প ইএসডিও, শরিফুল ইসলাম পিসি ইএসডিও ইডুকো ফান্ড,গোলাম মোস্তফা এরিয়া ম্যানেজার পীরগন্জ, খাইরুল আলম ম্যানেজার প্রেমদীপ প্রকল্প, মোকছেদুর রহমান, শাখা ব্যবস্থাপক রাণীশংকৈল শাখা সহ রাণীশংকৈল উপজেলার সকল উন্নয়ন কর্মীগন উপস্থিত ছিলেন। সকল উন্নয়ন কর্মী গন নির্বাহী পরিচালক, পরিচালক (প্রশাসন ) শাশ্বত জামান সহ পরিবারের সকলের জন্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সর্ম্পকিত খবর সমূহ.
November 28, 2024