স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃআজ ১৯ আগষ্ট শুক্রবার সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মদিন। হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মহাধুমধাম উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালিত হয়েছে।
দ্বাপর যুগের শেষদিকে মহাপূণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের ব্যেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরেমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
পুরান মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন শ্রীকৃষ্ণ জন্ম গ্রহন করেন।
সনাতন ধর্মেলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি সত্য ও সুন্দর কে গ্রাস করতে উদ্যত হয়েছিল,তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠোর জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণেরআর্বিভাব ঘটেছিল।
তাদের বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগেযুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
– এলক্ষে বাজুয়া -খুটাখালি আর্যহরিসভা মন্দির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় হাজার ও ধর্মপ্রাণ মানুষের ঢলনামে বাজুয়ার বিশেষ বিশেষ সড়ক প্রদিক্ষন শেষে আর্যহরিসভা মন্দিরে এসে ধর্মীয় আলোচনার মধ্যে শেষ হয,
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সাবেক সংসদ সদস্য ননীগোপ মন্ডল,
বিশেষ অতিথি ছিলেন দাকোপ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত বরন সাহা,সাদধারন সম্পাদক সন্জয় কুমার মোড়ল,সহসভাপতি দেপপ্রসাদ গাইন, অধ্যক্ষ,অচিন্ত মন্ডল,অধ্যক্ষ দিবাকর মন্ডল।
এ সময় উপস্হিত ছিলেন আর্হহরিসভার সভাপতি সরোজিত কুমার রায়,সহ-সভাপতি মানস রায়,সাধারন
সম্পাদক বিজন রায়,সহসাধারন সম্পাদক প্রবীর রায়
বাপী,সহসম্পাদক দেবব্রত সরকার দেবু কোষাধক্ষ্য শ্যামল কুমার রায়,প্রধান শিক্ষক অমীয় মন্ডল,মানিক গাইন,অধ্যাপক নারায়ন রায়,বিশ্বজিত দে,অচিন্ত সাহা দেবাশীষ মন্ডল,,কালিপদ বিশ্বাস ,কিরন সরকার, পৃতিশ সরকার,রনজিত গায়েন,সজল ব্রম্মচারী তুষার রায়,,প্রমুখঃ
এ উপলক্ষে আর্যহরিসভায় বিস্তারিত কর্মসুচি গ্রহণ করেছে।জন্মষ্টমী উপলক্ষে সরকার সরকারি ছুটি ঘোষণা করেছে