জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃকুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার ( ২১ আগস্ট) দুপুর ২ টার দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামের আসরাফ মোড় এলাকায় তল্লাশি করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামের আসরাফ মোড় এলাকায় কিছু ব্যক্তি অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে এস আই অরুণ কুমার, এ এস আই আশরাফুল ইসলামসহ ডিবির একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।
এ সময় ডিবি পুলিশের উপস্থিত বুঝতে পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় দুই জনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশির সময় দুই রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আটককৃতরা ভেড়ামারা উপজেলার দোলুয়া গ্রামের আসমোত আলীর ছেলে রনি (২৩) ও জোয়াদ আলীর ছেলে ওহিদুল ইসলাম (৩১)।
কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন বলেন, অস্ত্র, গুলি ও পিস্তলের ম্যাগাজিনসহ দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।