মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃসাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে শারীরিকভাবে লাঞ্ছিত, মারধর ও নিয়ম বহির্ভূত ভাবে বহিষ্কার করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। দিত্বীয় দিনের মত সোমবার (২২ আগস্ট) প্রতিষ্ঠানটির সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবর রহমানের শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়টিতে অধ্যায়ণরত শিক্ষার্থীসহ অভিভাবক সদস্যরা।
এ সময় ধুলিহর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশ নেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরাসহ অভিভাবক সদস্যরা ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানটির সভাপতি মাহাবুবর রহমানের কুশপুত্তলীকা দাহ করে ঝাটাঁ মিছিল বের করেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীসহ অভিভাবক সদস্যরা বিদ্যালয়টির প্রধান শিক্ষককে স্বপদে বহাল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাবুবুর রহমানকে পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। আর নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অনিদিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে চলবেন বলে জানান।
এর আগে গত ২০ আগস্ট সকালে বিদ্যালয়ের ভেতরেই প্রধান শিক্ষক আব্দুস সালামকে শারীরিকভাবে লাঞ্চিত ও মারধর করেন বিদ্যালয়টির সভাপতি মাহাবুবর রহমান। পরে শিক্ষককে মারধরের প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন করেন। এসময় তারা আন্দোলনে মাহবুবর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে শাস্তি ও বিচারের দাবি জানান।
তবে শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়ের ভিতরে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযুক্ত মাহাবুবর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় দিত্বীয় দিনের মতো এ কর্মসূচি পালন করেন তারা।
এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষককের বিরুদ্ধে স্কুলের ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অনিয়ম, শিক্ষার্থীদের কাছে বই বিক্রিসহ স্কুল ফান্ডের টাকা উত্তোলনের মিথ্যা অভিযোগ সাজিয়ে কোনপ্রকার তদন্ত ছাড়া প্রধান শিক্ষক আব্দুস সালামকে মারধরসহ তাকে বহিস্কার করার প্রতিবাদে তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রবিবার। ওইসময় ২৪ঘন্টার আল্টিমেটাম বেঁধে দিলেও টনক নড়েনি সরকার সংশ্লিষ্ট কারও। এ কারনে আমরা দিত্বীয় দিনের মত আমাদের কর্মসূচি অব্যহত রেখেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত রাখবেন বলেও জানান তারা।
বিদ্যালয়টিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, বিদ্যালয়টির প্রধান শিক্ষক কোন দূর্নীতিবাজ না। পূর্ব শত্রুতার কারনে প্রধান শিক্ষককে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করতে থাকেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহাবুবর রহমান। একারনে প্রধান শিক্ষককে স্বপদে বহাল রেখে স্কুল কমিটির সভাপতি মাহবুবুর রহমান বহিষ্কার করার দাবিতে আমাদের সন্তানেরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
সন্তানদের কর্মসূচিতে নিজেদের সমর্থন আছে জানিয়ে অভিভাবকেরা আরও বলেন, পুরো বিদ্যালয়টা প্রতিষ্ঠানটির সভাপতি মাহাবুবর রহমানের জিম্মায়। তার বিরুদ্ধে একাধিক দূর্নীতির মামলা রয়েছে। তার অনেক মামলা বর্তমানে দুদক তদন্ত করছে। আমরা চাই, সরকার সংশ্লিষ্টরা এখানে আসুক। তারা সত্যতা জানুক। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।
এদিকে দিত্বীয় দিনের মত ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা আন্দোলন করলেও দেখা মেলিনি কোন শিক্ষা কর্মকর্তার। এব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন কেটে দেন।