সুরাইয়া পারভীন সাথীঃ চুয়াডাঙ্গা জেলার যোগদানকৃত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন অদ সকাল ৯ টার দিকে যোগদান করেন।পরে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে এসে উপস্থিত হন। পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। অভিবাধন মঞ্চ থেকে সালামি গ্রহণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সকল অফিস কক্ষ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ইনচার্জ, অফিসার ও ফোর্সের সাথে কুশল মত বিনিময় করেন। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে
চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের সকল থানা, জেলা গোয়েন্দা শাখা, জেলা বিশেষ শাখা, কোর্ট, ট্রাফিক, রিজার্ভ অফিস, এমটি সেকশন এ কর্মরত সকল অফিসার-ফোর্সের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় করেন। এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশ বাহিনীর উদ্দেশ্যে রাজারবাগ পুলিশ লাইন্স এবং সারদা পুলিশ একাডেমিতে দিক-নির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন। যা আজও পুলিশ বাহিনীর জন্য অনুসরণীয় হয়ে আছে। ওই ভাষণে তিনি মানুষকে ভালোবাসতে ও সেবা দিতে বলেছেন। সৎ থাকতে বলেছেন। পুলিশকে যেন মানুষ ভয় না করে ও ভালোবাসে, সেভাবে কাজ করে সাধারণ মানুষের শ্রদ্ধা অর্জন করতে বলেছেন। কারণ, স্বাধীন দেশের পুলিশ শোষকদের নয়, জনগণের সেবক। তাই পুলিশের কাজ জনগণকে ভালোবাসা ও দুর্দিনে এগিয়ে আসা, যেন সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারেন। কাঙ্খিত সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকল অফিসার ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জনাব অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, (প্রশাসন ও অর্থ), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),সহাকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল মুন্না বিশ্বাস,চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ, মাহব্বুর রহমান কাজল,আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,দামুড়হুদা থানার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির,জীবননগর থানার ইনচার্জ আব্দুল খালেক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), সদর ট্রাফিক, আরআই পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ অন্যান্য সদস্যগণ।