চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার মেসার্স কামাল উদ্দিন আহমেদ জার্মানী কোম্পানি বায়ার ক্রপ সায়েন্স এর নামে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগ তুলে মামলা করেছে । চুয়াডাঙ্গা বিজ্ঞ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা দায়ের করেন দর্শনার পরিবেশক মোঃ কামাল উদ্দিন সান্টু। সোমবার দুপুরে CR ১৫৪/২২ মামলায় বায়ার ক্রপ সায়েন্স বাংলাদেশ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, সিড ম্যানেজার বিধান চন্দ্র পাল, রিজিওনাল ম্যানেজার মোঃ শামসুল ইসলাম বিজ্ঞ আদালতে জামিন নিয়েছেন। মামলা সুত্রে জানা যায় ২০০৫ সালে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার প্রতিষ্ঠিত কীটনাশক ব্যাবসায়ী মেসার্স কামাল উদ্দিন আহমেদের সাথে জার্মানি কোম্পানি বায়ার ক্রপ সায়েন্স বাংলাদেশ লিমিটেডের সাথে ব্যাবসায়ী চুক্তি বদ্ধ হয়। বায়ার ক্রপ সায়েন্স বাংলাদেশ লিমিটেড তার সাথে দীর্ঘ ১৫ বছর ব্যাবসা করে। এর মধ্যে কোম্পানি কাছে নির্ধারিত পাওনা কমিশন বাবদ ৫৫ লক্ষ টাকা ব্যাবসায়ী কামাল উদ্দিন আহমেদ সান্টুকে টাকা না দিয়ে বিভিন্ন অজুহাতে ঘুড়াতে থাকে। ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে কামাল উদ্দিন আহমেদ সান্টু লাইফ সাপটে ৪০ দিন জীবনের সাথে যুদ্ধ করে বেচে আসলে, পরবর্তিতে কোম্পানি অন্য জায়গায় পরিবেশক নিয়োগ দেন। কোম্পানির কাছে বার বার তাহার পাওনা কমিশন ও তাদের অফিসারের নির্দেশে মাঠ কর্মির দ্বারা ৮% কম মুল্য বিক্রয় করে দেওয়ায় ক্ষতিসাধিত সহ ২ কোটি টাকা দাবি করে কোম্পানটির ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল ইসলাম সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে।